আমার হৃদয়ের ফুল বাগানের সব ফুল ঝরে গেছে
ভালোবাসার প্রদীপ নিভিয়ে দিয়ে এক অন্ধকার-রাতে।
সুখ পাখিরা হারিয়ে গেছে-
               বিষাদের সকল দুঃখ নিয়ে।
আমার স্বপ্নহীন নিঃসঙ্গ হৃদয়ে ফুটে না ফুল
সুখ পাখিরা গায় না গান  নিস্তব্দ রাত্রি দিন
যৌবনবর্তী ঝর্না হৃদয়ের ঝংকারে আর ছুটে চলে না।
তখন তোমরা কি শুনছো?আমার কথা বেদনার গান।
তোমরা কি জানো? কত যন্ত্রনা নিয়ে কাটছে আমার জীবন।
আমার এই শূঁন্য বুকের ভেতর-
শুধু উড়ছে আর উড়ছে হাজারো অচিন পাখী!
             রাত-দিন কেবলি উড়ছে আর উড়ছে
চেনা পথ হারাবার যন্ত্রনার হাহাকারে।
আমার হৃদয়ে শূন্যতার রক্তক্ষরন কেবলি মৃত্যুকেই কাছে ডাকঁছে,
জানি না এ সময় তোমরা কোথায় হে! সুখ পাখি?
আমার সামনে এখন অন্ধকার এক নিস্তব্দ দূর্গম পথ
আমার পশ্চাৎতে  ক্রমাগত সব কিছু মুছে যাচ্ছে ধীরে ধীরে
আমার জীবন কবিতার সুখ পাখিরা
হারিয়ে গেছে কোখায়?
কে জানে সুখ পাখিঁরা এমনি করে হারিয়ে যাবে
আমার কাছ থেকে দূরে বহু দূরে-
রইবো আমি একা, নিঃসঙ্গ একা হে সুখ পাখি!
নিঃসঙ্গ অন্ধকারে এক সময় অস্তমান সূর্যের মতো
আমিও হারিয়ে যাবো কোন একদিন তোমাদের কাছ থেকে-
আকাশের ওপারের আকাশে।
        সমাপ্ত।