কোন নামে হায় ডাকঁবো তোমায়
নাম-না-জানা প্রিয়তমা।
রাতের ঐ চাদেঁর বুকে; বসন্তের ঐ ফুল বাগানে
তোমার মধুর নাম যে লেখা।
আমার মায়াবী ভালো লাগার অন্তরে
লুকিয়ে আছো তুমি স্মৃতির সাগরে,
মুক্তাকে ঝিনুক কি করে দেহের মাঝে লুকিয়ে রাখে
তেমনি করে আছো তুমি আমার অন্তরে।
বৃষ্টি বলে ঝুম ঝুম নুপূরের ঝংকার
সাগর বলে স্রোতের মুখে তুমি আমার।
আকাশ বলে চাদঁ কন্যা, সূর্য কয় প্রানোচ্ছল মায়াবী
কোন নামে হায় তোমায় ডাকিঁ!
নাম যে তোমার কাজল আখিঁ-
যদি হতে সুখ পাখি ভ্রমরের সুরে গুন গুনিয়ে
দেবো তোমায় কৃষ্ণচূঁড়া,হাসনা হেনা,শেফালিকা
তোমার নাম হে সুদূর নীহারিকা।
মাধূরী ফুলের যুথিকায় তোমার নামের শুভ্রমাখা
তোমার মুখচ্ছবি হৃদয়ের চিত্রপটে আকাঁ।
সবুজ বলে তুমি বসন্তরূপি
মেঘ বলে তুমি দূরন্ত অধীর
আসলে তুমিই আমার জীবন প্রদীপ.
সমাপ্ত।