বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরেছি কত দেশ, করিছিনু কত কাজ
বঙ্গ' মা' তুই সবার সেরা তোর রূপে শত সাজ
বাংলার মুখ আমি দেখেছি শত কষ্টের অনুভবে
আজও দাঁডিয়ে আছে আমার বঙ্গ'মাতা যেন স্ব-গৌরবে ।


জীবিকার টানে এসেছি বিদেশ তোর বুকে ঠাই হয়নাই
সিমেন্টের বস্তা মাথায় লয়ে তিন-চার তলা সিঁড়ি বেঁয়ে যাই ।
সুজলা-সুফলা, সবুজ-শ্যামল বঙ্গ' মা' তুই তোকে বুঝিনাই
সোনার ফসল ফলে তোর বুকে, তোকে ছোট করে দেখার নাই উপায় ।


হেলায়-খেলায় সময় পার করেছি, করিনি তোর বুকে কোন সু-কর্ম
বৈদেশ এসে বুঝেছি মা'গো তোর সকল মর্ম ।
ভিখারির বেসে পর-দেশে থাকি যেন, নেই সম্মান
তোর বুক ছেড়ে এসেছি মা, তোকে করিছিনু অপমান ।


একটি রাতও ঘুম আসেনি পরের বিছানায় শুয়ে
কষ্টে আমার বুক ভেসে যায় নয়নের জলে ধুয়ে ।  
ঘুমের বড়ি খেয়েছি কত, তবুও পারিনি পরের বিছানায় শুয়ে ঘুমাতে
তোর বুকেই ঘুমিয়েছি মা' আপন মনে অতি সুখে শান্তিতে ।


স্ব-বোধ হয়েছে হৃদয়ে আমার মা'গো, এবার কর আমায় ক্ষমা
তোর বুক ছেড়ে যাবনা কোথাও, তোর সাথে হয়না কারও তুলনা ।