তোমরা মৃত্যুকে করোনা কোন ভয়
তব তোমাদের মনে থাকবে না কোন ক্লেদ সংশয়
জেনে রেখো সারা বিশ্বকে একদিন করবে তোমরা জয় ।
তোমরা স্বাধীন, হও সত্য নিষ্ঠ কঠোর সংগ্রামী !
সংগ্রাম করো মৃত্যুর সাথে, প্রতীক্ষন পাঞ্জা দিয়ে চলো
ভালবাসো, ভালবাসো এ ধরনীর বক্ষে সকল ধর্ম সকল মানুষকে
হিংসা বিদ্বেষ ধর্ম জাতি বিভেদ ভুলে, ধ্যানে-জ্ঞানে মন-প্রাণ উজাড় করে
প্রার্থনা কর শুধু শান্তির ধ্যানে, একদিন এ পৃথিবীতে হবে তোমরা
সারা বিশ্বের বিষ্ময় !


তোমরা  এ পৃথিবীর বুকে গড়বে ইতিহাস !
মন-প্রান ধ্যানে জ্ঞানে দেখো সেই অভিপ্রায় অভিলাষ,
বিশ্ব মানব কল্যানে তোমরা নিজেকে উজাড় কর
দুঃখের সিন্দু জলে আগে নিজেই ডুবো, সুখের স্বর্গে সকলকে রাখো ।


তোমরা মানুষ, তাই নিজের চোখেই দেখো সবার আগেই নিজের সব দোষ
নিজেকে শুদ্ধ করো, তারপর সকলের জন্য শান্তি সুখের গান গাও,
স্বার্থপরের মত চেয়ো না নিজের সুখের স্বর্গ গড়তে
ইশ্বরের কাছে প্রার্থনা করে বলো, হে খোদা, হে মহান অধিপতি
এ পৃথিবীর কূলে দাও শান্তি সকলের দুঃখ দুর্দশা দূর করে
শুধু দাও শান্তি !


তোমরা হও দূর্বার দূর্জয় পর্বতমালাসম চির কাণ্ডারী
পৃথিবীর সব মানুষের দুঃখ দায় ভার কাধে নিয়ে
নির্ঘুম চোখে প্রত্যহ কঠোর শ্রমে বিশ্বকে গড়ে দাও
আগামীর নির্মল সবুজ সুন্দর কুঞ্জ তরী ।