এ ভবের তরে
চলে কতো আহাজারি,
কেউ নেই দেখার
গিয়ে বাড়ী বাড়ী।


উদার শূন্য কতো দিন
যাচ্ছে চলে,
করো হাতের লাগাম
দুঃসময়ে পাইনি বলে।


যে যার মতো চলছে
পথের সন্ধানে,
কারো দেখবাল করার মতো
সময় নেই গিয়ে জনে জনে।


দুনিয়াটা আজ আজব খানা
স্বার্থপরে ভরপুর,
মা বাবা কিংবা স্বজনদের প্রতি
নেই সঠিক সংযোগ, মায়ার বাঁধন আজ অচিনপুর।


কেউবা থাকে পাঁচতলায়
সুসজ্জিত বিছানায়,
কেউবা থাকে গাছতলায়
বনবাদড়ে ধূসর আবর্জনায়।


তারিখঃ ২৩/০৫/২০১৮