হঠাৎ বজ্রাঘাতের মত
আঘাত হানলো আমার হৃদয়ে
যখন জানিতে পারিলাম যে,
বেঁচে নেই আমার বাবা
চলে গেছেন না ফেরার দেশে।
চারিদিক অন্ধকার, স্তব্দ সব কিছু
ভারাক্রান্ত নয়নে সলিল ঝড়ছে অঝোরে।
ওটাই ছিল শেষ ডাক বাবা বলে,
এই ধরণীতে পাবো না আর ফিরে তাকে।
বাবা ডাক হারালাম, হারালাম বৃক্ষের ছায়া,
পাবো না কারো কাছে তার মত আদর ভালবাসা আর মায়া।
মর্মাহত ভারাক্রান্ত হৃদয়ে,
সর্বত্র হাহাকার ছায়াহীন শুন্য মনে হয়।
সারাক্ষণ শুধু মরন কান্না ভেসে বেড়ায়,
নীরবে নিভুতে স্পর্শ কাঁতরে।
বাবা নেই বলতে যতোটা কষ্ট,
তার চেয়ে বেশি কষ্ট অনুভূতিতে।
বাবা শব্দ কতোটা মধুর আর কতোটা বেদনার
যে হারিয়েছে সেই একমাত্র উপলব্ধি করতে পারে।



তারিখঃ ২৯/০১/২০১৮