তারা কেমন মানুষ?
যারা বৃদ্ধমানুষকে সাহায্য করেনা বরং তাদের সাথে খারাপ ব্যবহার করে।
তারা কেমন মানুষ?
যারা একজন অন্ধকে রাস্তা পার হতে সাহায্য করেনা বরং বিভিন্ন অযুহাত দেখিয়ে সরে যাবার চেষ্টা করে।
তারা কেমন মানুষ?
যারা ডাক্তার হয়ে গরিব রোগিদের চিকিৎসা করে না বরং গালি দিয়ে বের করে দেয় তার কেবিন থেকে।
তারা কেমন মানুষ?
যারা তাদের মা বাবা কে ভালোবাসেনা বরং বৃদ্ধাশ্রমে রেখে আসে।
তারা কেমন মানুষ?
যারা কোনোদিন শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করেনা বরং চোখ রাঙ্গিয়ে কথা বলে।
তারা কেমন মানুষ?
যাদের সরকার বেতন দেয় মানুষের সেবা করার জন্যে, সেবা তো করেইনা বরং মানুষের অপকার করে।
কেমন মানুষ এরা?
গরিবরা কি মানুষ না?
শুধু এই প্রভাবশালী বড়লোক সম্প্রদায়গুলোই কি প্রকৃত মানুষ?
না না না
এরা মানুষ না, এদের মানুষ বলা যায়না।
প্রকৃত মানুষ তো তারাই
যাদের মধ্যে মনুষত্ব আছে, যারা সবার সাথে ভালো ব্যবহার করে।