শাওনের নদী জানে কত দুখে তার ভাঙে পাড়,
দু'কুল জানে নদী তারে শনশনে কী যায় কহে;
সাগর বিনে বুঝিবে কেবা ঢেউ কেন অঙ্গে তার,
কোন টানে কার পানে নদী শুধুই যায় যে বহে?


বাদল রাতে পাখি কেন নির্জনে ডালে বসে কাঁদে,
যে ভেঙ্গেছে নীড় তার সে কি কভু খুঁজে কী করেছে;
নীড় হারায়ে বিহগী পুণঃ কী করে সে নীড় বাঁধে,
যে ভেঙেছে নীড় তার সে কি তাহা দেখে কভু যেছে?


দূর নীলিমা কোন ব্যথায় নীল ছেড়ে কালো হয়,
কোন ব্যথার আর্তনাদে ধারা দিয়ে সিক্তে এ ধরা;
কোন বিরহে তার বুকে কালবোশেখী ঝড় বয়,
কোন পাপতাপে দগ্ধে সে, বুকে লয়ে কঠিন খরা?


ঢেউ কেন হেঁটে হেঁটে দূর তীর পানে শুধু ধায়,
উন্মত্ত সাগর তার মানে কখনো কভু কি খুঁজে?
উত্তাল সব ঢেউ, খুঁজে খুঁজে তীর কভু কি পায়?
তীরে আসার আনন্দ যে কি, যে আসেনি সে কি বোঝে?


২৪/০৮/১৯৯৯