নিখুঁত শব্দের স্থাপত্য,
তবু বিকলাঙ্গ এ কবিতা
শব্দের ঝঙ্কারে নেই কোন আগুন , নেই উষ্ণতা।
আলেয়া মতো ঝুপ করে জ্বলে
মিশে যায় অন্ধকারে,
শব্দের হাহাকার যায় চুপ করে,
ছেঁড়া রুটির টুকরো নিয়ে শুধু কাড়াকাড়ি করে আমরা দিশাহারা,
নীরবে হাসে ধ্রুবতারা ।
দিন বদলের স্বপ্ন গুলো কেনা বেচা হয়, এটা নতুন কিছু নয়
তবু ফি বছর সুখী ভাষন শুনে,
বুকের পাঁজর কেটে নেতাকে বরণ জয়ের মালায়।
পতাকা রঙ বদলায়,
কিন্তু বাদলায় আমি  তুমি।
তবু বেশ আছি আমরা হয়ে  
সুখী দম্পতি অথবা বিরোহ কাতর প্রেম।
আমার কবিতা ব্যার্থ শুধু শব্দের ভাষ্কর
কেঁদেছে ভেঙে আপন হলে পর,
অথবা জোৎস্না রঙে আঁকেছে
সুখী ঘর।
তুলতে পারে নি কখনো প্রতিবাদের ঝড়,,,