ভাগ্যিস তুমি ছিলে তাই
  পাখি গুলো আজও গান গায়
আঁধার ভরা পৃথিবীটা আবার
  সোনায় ভরে যায়
প্রতিবার এনেছ তুমি জীবনে
  নতুন এক আশা
কেন এত হায়রানি সয়ে
  রোজ আমার জানালায় আসা
বেশতো ছিলাম আমি
  হয়ে নিদ্রা নিঝুম
হটাৎ এসে চমকে দিয়ে
  ভাঙালে আমার ঘুম
শিশির ভেজা প্রকৃতি উঠল মেতে
  পেয়ে তোমার আলোর রেখা
উদাস ভরা মনে দিলে
  নতুন আশা সুখের দেখা
তুমি ঝরলে সারাটি দিন
  স্নান করল পথ ঘাট নদী মরু মহাসাগর
অবশেষে ক্লান্ত পূৰ আকাশ রাঙালে যখন
  পৃথিবী জুড়ে ঘনাল সন্ধ্যা প্ৰহর
রাতের আঁধারেও ভুল করে
  খুঁজে ফিরি তোমায়
জানি সকাল হলেই আসবে তুমি   তাই থাকি অপেক্ষায়