খোস মেজাজের ছড়াছড়ি
নব্বই এ সোজা মাজা
লাঠি নেই ধরাধরি।


একদিন নয়
দু'দিন নয়
মাসের পর মাস
যোগ অভ্যাস।


হিসেব মত খাওয়া দাওয়া
টেনশন সব হচ্ছে হাওয়া
ফাঁকি দিলে পড়বে ফাঁকে
এই মন্ত্রে গান গাওয়া।


তা' না হলে অসুখ বিসুখ
একে একে ধরবে চেপে
জীবন যাবে এঁকে বেঁকে
দিন গুনবে ক্ষেপে ক্ষেপে।