চড়কতলায় চড়ক মেলা
ধানের ক্ষেতে ধানের ফুল
মণিহারী দোকানেতে
থাকে নানান কানের দুল।


গোয়ালেতে থাকে গরু
বাঁশ বাগানে বাঁশ
ক'দিন বাদেই পাওয়া যাবে
কচি তালের শাঁস।


আবোল তাবোল ভাবছি কত
হঠাৎ পড়ে চুলে টান
পিছন ফিরে তাকিয়ে অবাক
এ আবার কোন গুলে পান!


ছিনিয়ে নিল আমার ঝুলি
চটপটাপট অন্যদেরও
থমকে দিল মুখের কথা
হার মানাল বন্যদেরও।


এহ বাহ্য,থিতিয়ে গেলে
হা হুতাশ আর কান্নাকাটি
জানলা দিয়ে আমার ঝোলা
আমার কোলে সেই জমাটি।


হুটপাটিয়ে দেখি খুলে
ঠিক রয়েছে পান্ডুলিপি
আর যা পেলাম চিরকুটেতে
দুঃখ প্রকাশ, দুঃখলিপি!