খুকু গেল মেলায় সেবার
রামপুর হাটে
রামপুর হাটে ভাই রামপুর হাটে।


হরেক রকম পুতুলগুলো
নানান দামে কাটে
নানান দামে কাটে ভাই নানান দামে কাটে
রামপুর হাটে ভাই রামপুর হাটে।


একটা দু'টোয় মন ভরে না
সবগুলো সে ঘাঁটে
সবগুলো সে ঘাঁটে ভাই সবগুলো সে ঘাঁটে
রামপুর হাটে ভাই রামপুর হাটে।


কিন্তু কে আর দিচ্ছে কিনে
শুধুই বুক ফাটে
শুধুই বুক ফাটে ভাই শুধুই বুক ফাটে
রামপুর হাটে ভাই রামপুর হাটে।


মনের মত একটা কিনে
আপন মনে হাঁটে
আপন মনে হাঁটে ভাই আপন মনে হাঁটে
রামপুর হাটে ভাই রামপুর হাটে।