বাঘা আমার শ্বশুর বাড়ি থাকে
চুকুরচুকুর ছিল না তার স্বভাব
বরং সবুরে ফলবে মেওয়া
এটাই ছিল তার হাবভাব।


কিন্তু এবার যখন শ্বশুর বাড়ি গেলাম
দেখতে পেলাম আরও একজনকে
ওটা নাকি বাঘার বাচ্চা বাঘ
তা যা হোক চুপ করালাম মনকে।


সবাই ওকে ঝুনু বলে ডাকে
রুনুঝুনু ডাকলাম আমি
ওদের চেঁচামেচি বলে
সেটাই হয়েছে মুর্খামি।


হয়েছে কি লাই পেয়ে সে
মোজার আঙুল চিবিয়েছে জোর
ছাড় পায়নি তো জুতোটাও
উল্লাস ছড়িয়েছে জোর!