চারদিকে হীরের গোলাপ
সাজানো সোনার ধূপ
কলতলাতে মুক্তোর গাছ
পান্না ফলের কি রূপ!


এসব খালি দেখতে দেখতে
ধেঁধে গেল চোখ
না থাকার যে দুঃখ ছিল
তারও গেল শোক।


কি করে যে ঢুকেছিলাম
সুড়ুৎ সুড়ুৎ করে
এখন আমি একলা রাজা
মন আমার ফুড়ুৎ ফুড়ুৎ ওড়ে।


কোন পথে যে এসেছিলাম
কোন পথেতে খাবার
ভাবনা ওসব উড়ে গেল
চাইনা আমি ফিরতে আবার।