কেঁপে কেঁপে সূর্যটা অতল হতে মাথা তুলে,
গাঁদা ফুলের মতন বাকা রঙে ছেয়ে,
মাঠের বুকে ভরে আছে হলদে সরষে ফুলে,
প্রকৃতির রংটা চুরি করে নিয়ে,
কতক চাষীরা উঠে সকাল সকাল যায়,
লাঙল,কাস্তে কোদাল নিয়ে,
এ গাঁয়ের ক্ষেত ছেড়ে ঐ দুর দুয়ারের গাঁয়,
দুর্বা বনে শিশির মাড়িয়ে,
গাছে গাছে রসে ভরে আছে বৈয়ার হাড়ি,
মৌমাছি ঘুরে তার পাশে,
সকল পতঙ্গ ঘর হতে আসে উড়ি উড়ি,
উত্তরী ভরা উত্তর বাতাসে,
কে যেন হেটে যায় তারই পাশে পাশে,
ফুল ছিড়ে ছুড়ে করে খেলা,
ভাবিতে পারিলাম কে যেন আসে আসে,
ফুল ফোটা ভোর বেলা।