ভালবাসা শুকাতে দিলাম রোদে,
চড়ুই, শালিক এসেছিল ঝাক বেধে।
ঠুকে ঠুকে খাচ্ছিল সে ধান,
মালিক বসে রাখছিল তার মান।
ধানের প্রতি মায়া শালিকের বেশি,
চড়ুইটাতেও হচ্ছে রেষারেষি।
আমিই ছিলাম ভালবাসার দাবিদার,
চড়ুই শালিক নিয়ে গেল অধিকার।