আজ আর স্বপ্ন দেখার ইচ্ছা নেই,
পেরিয়ে চলে এসেছি মুমূর্ষু দিনক্ষণ।
এমন করে চলি নি তো আগে,
বুঝি নি এ দরিয়ার তীর কোন ভাগে।
অন্তর জুড়িয়া অভীরু ভাবটা ধরে যেন
গোঁ ধরা এক রত্তি অন্ধকার নিয়ে ছিলাম,
আজ বুঝি তারই ফল পেলাম।
অমন করে তোমায় দেখার কথাটা আজ
মুখে আনতেই কেমন সঙ্কোচবোধ!
তোমার সামনে দাড়াবার কোন দিশা,
কোন আলোকিত মন নেই।বিব্রত।
তুমি নিশ্চিন্ত থাকো আর তোমাকে,
ওই তোমাকে আর আমি বিরক্ত করব না।
তবে তোমার কথা ভাবছি খুব।
না,তোমাকে ভুলব না।
শুধু একটুকরা কাগজ,
ছোট একটা বার্তা,
তোমার সেই ছোট সু জন।
অন্যরকম একটা বার্তা।
ছাপানো,তবে রক্তের লেখা আছে।
সুসংবাদ,কিন্তু বিরহের ছায়ায় ঢাকা।
তুমি বরং চলে যাও।
তোমার পথটা উন্মুক্ত।
আমার পথে অনেক জঞ্জাল।
পরিষ্কার করাটা আমার খুবই প্রয়োজন।
তুমি ভালো চলেই যাও।
আমায় ফেলে চলে যাও।
গিয়ে কালো চাঁদর মুড়ি দিয়ে বসবে।
সেদিন অবশ্যই সূর্য উঠবে।
তখন দেখো শহীদ মিনারের পাশ হতে
জোরে থেকে জোরে ভেসে আসছে
আমার পায়ের আওয়াজ।
তোমার পেছন হতে আমি বলব,
এই আমি সেই,
স্বপ্ন সেদিন গড়ে নেব,
আজ আর স্বপ্ন দেখার ইচ্ছা নেই।