তুমি লিখবে বলে একটি কবিতা
অপেক্ষায় আছি হে প্রমিতা।
কবিতা আর লিখতে তো পারি না
কবিতা পড়তে খুব সাধ জাগে,
কেন লিখছ না কলম ধরে হাতে
আমার ভালবাসার অনুরাগে?
তুমি লিখবে বলে একটি কবিতা
অপেক্ষায় আছি হে প্রমিতা।।


তুমি আসবে বলে জেগেই আছি
গগনের তারাদের পাহারা দিচ্ছি।
না যেন ভোর হয়,না যেন আসে প্রভা
তাই চন্দ্র সূর্যকে প্রকাশ হতে দেই নি,
একলা যেন অধীরতা নিয়ে তোমায়
দেখি তাই জোনাকি জ্বালি নি।
তুমি আসবে বলে জেগেই আছি
গগনের তারাদের পাহারা দিচ্ছি।।


তুমি বলবে বলে একটি কথা
প্রতিক্ষায় আছি নিয়ে আকুলতা।
তোমার কথা গুলো মন দিয়ে শুনব
বলে ঝিঁ ঝিঁ পোকা তাড়িয়ে দিয়েছি,
তোমার কথা শুনব বলে আজি
আপনার কথা আনতে ভুলে গেছি।
তুমি বলবে বলে একটি কথা
প্রতিক্ষায় আছি নিয়ে আকুলতা।।


তুমি খেতে দিবে বলে ইচ্ছে ভরে
আজ অবধি রয়েছি অনাহারে।
তোমার জন্য আজ অন্ন ছেড়েছি
আহারিবো আজ অমৃত সুধা,
যত দিবস ছিলাম অনাহারে আজি
মোর মিটিবে সে সব ক্ষুধা।
তুমি খেতে দিবে বলে ইচ্ছে ভরে
আজ অবধি রয়েছি অনাহারে।।


তুমি দেখতে দিবে তোমার লোচন
তাই এনেছি আজ মায়া ভরা নয়ন।
বিদঘুটে অন্ধকারে দেখব তোমায়
আর কেউ না যেন কভু আর দেখে,
কাজলা চোখের সজল চাহনি দিয়ে
দেবে আজি সর্বাঙ্গ মোর মেখে।
তুমি দেখতে দিবে তোমার লোচন
তাই এনেছি আজ মায়া ভরা নয়ন।।


তুমি হাসবে বলে আজ প্রান খুলে
তোমার মায়ায় জড়াব নিষেধ ভুলে।
চমকে উঠবে তন্দ্রাচ্ছন্ন রাত্রি,
বলবে কী হয়েছে,উষ্ণতা কীসের?
নীরব বসুধা বলতে পারবে না কিছু
জানবে না আমাদের কোমল স্পর্শের।
তুমি হাসবে বলে আজ প্রান খুলে
তোমার মায়ায় জড়াব নিষেধ ভুলে।।


তুমি লিখবে বলে প্রেমের কবিতা
বিসর্জন দিয়েছি জীবনের সুখগাঁথা।
তোমার প্রেমপথে চেয়ে আছি বলে
আর কারো প্রেমে দিতে পারি নি সাড়া,
দিতে চাহি নি এতটুকু স্পর্শ
অন্য কারো শরীরে তুমি ছাড়া।
বিসর্জন দিয়েছি জীবনের সুখগাঁথা
তুমি লিখবে বলে আমার প্রেমের কবিতা।।