খাব না,খাব না বলে খোকা রাখে মাথায় করে,
খাব আমি সেইদিন যেদিন দিদি আসিবে ঘরে।
দিদিরে কেন নিয়ে গেল এসে ঐ দুষ্ট ছেলে?
আমারে কেন নিল না সাথে দাও না মাগো বলে।
দিদি ছাড়া মোর ঘুম হয় না জানতে তুমি মা,
তবুও কেন দিদিকে তুমি আটকে রাখলে না?
খাইতে বসে রোজ সন্ধ্যায় ডাকতো দিদি মোরে,
এখন কেন কেউ আর আমায় ডাকছে না মা ওরে?
রোজ বিকেলে দিদির সাথে খেলতাম লুকোচুরি,
বেকে বসলেই দিদির সাথে দিতাম কত আড়ি।
ডাকতো আমায় আদর করে মান ভাঙ্গাতে দিদি,
ছোট্ট তাহার ভাইটি আবার ভুল বুঝে থাকে যদি।
এখন আমায় করবে কে মা আদর আরেকবার?
সবার দিদি আছে মাগো দিদি কই আমার?
যাবার সময় বললো আমি যাচ্ছি না রে ছেড়ে,
দুদিন পরেই আসবো আবার তোর কাছেতে ফিরে।
মা বসে কাদছে ঘরে ঝরছে চোখের পানি,
যৌতুকের অভাবে আজ মেয়ের এই কাহিনী।
দিদি জন্য খোকা কাদে, দিদি হলো লাশ,
সেদিনের সেই কান্না খোকার রইলো বারোমাস।