আমার কাছে সহজ কথা
পাহাড় কেটে রাস্তা,
সকাল থেকে অপেক্ষা আর
দুপুর বেলা নাস্তা।


আমার কাছে আনন্দময়
শত ক্রোশ হাটা,
আধার রাতে দৌড়ানো আর
পায়ের নিচে কাঁটা।


আমার কাছে দায়িত্ববোধ
রাত্রি জেগে থাকা,
শীতের রাতে প্রহরী আর
গরমকালে পাখা।


আমার কাছে জলের মতো
দুপুর রোদে ঘোরা,
মেঘের সাথে লুকোচুরি
বাতাসেতে ওড়া।


রাস্তা বুনা, পাহাড় কাটা,
শত ক্রোশ পায়ে হাটা।
আধার রাত, কাটা পা,
শীতের রাত বা ঘামের গা।
দুপুর রোদ বা মেঘের ভয়
আমার কাছে কিছুই নয়।


আমার কাছে শান্তি মানেই
তোমায় দেখতে পাওয়া,
শত ক্রোশ হেটে হলেও
তোমার কাছে যাওয়া।।