ভালোবাসলে বেড়ে যায় দায়,
নিজ কাঁধে দায়, কে বাড়াতে চায়?
ভালোবাসলে বেড়ে যায় দেনা,
দুধ বিকিয়ে মদ নাকি হয় কেনা।
ভালোবাসলে নেমে আসে নাশ,
শান্ত পৃথিবীকে ধংস করে গ্রাস।
ভালোবাসলে মনে উত্তাপ বাড়ে,
স্বর্গীয় ঘুম সে যেন নেয় কাড়ে।


এসবের কিছুই হয়নি আমার
বৃথা যেন আমার ভালোবাসা।
উত্তাপ নেই এ ভালোবাসায়,
আজো হতে পারেনি সর্বনাশা।
আমার এ ভালোবাসা আকাশের মতো, বড্ড নড়বড়ে,
কখনো নীল, কখনো মেঘ, কখনো বৃষ্টি বিজলি ঝড়ে।