"পরের জন্মে ষোলো হলে,
পড়বো আমরা প্রেমে।
এ জন্মে তাই ইচ্ছে করেই
রয়েছ কি থেমে??


শীতল পাটি বিছিয়ে বসে,
তারার খসা দেখা।
কান্ত কবির গান শোনা, আর
তোমায় চেয়ে থাকা!


এ জন্মের এই দূরত্বটা
পরের জন্মে চুকাতে চাও!
চুলের গন্ধ, মাতাল চাওয়া,
এ জন্মেরটা কাকে দাও?


এ জন্মের এই পারিপাট্য
ঘোচাতে যাবো কেন?
উষ্কখুষ্ক, উড়নচণ্ডী
কঠিন কথা যেন?


ভালোবাসলে এ জন্মতেই
কবি হওয়া যেতো।
গান বাঁধিয়ে, বাউল হয়ে,
মেলায় ঘুরা হতো।


তোমার প্রেমের প্রথম পুরুষ
এ জন্মতেই হতে চাই।
তিতাস, আবির, শরৎ সকাল,
ওসব হতে ইচ্ছে নাই।


সকল কথাই কাব্য হবে,
গুছিয়ে যদি বলো।
মানুষ আমি এ জন্মতেই,
প্রেমে পরি চলো।।"