দূর আকাশের তারার পানে
তাকিয়ে থাকি আপন মনে।
ঐ তারা জ্বলছো  কেন?
সব দুঃখ তোমার যেন?


আমার দুঃখ শুনবে তুমি,
শত ভীরে একা আমি।
তবু আমি জ্বলে পুড়িনা
শত কষ্টে খসে পরি না।।


তোমার তবু আকাশ আছে
কেউ নেই তো আমার কাছে।
জ্বলছো কেন? হেসে যাও।
আমায় তোমার দেশে নাও।।