শুভাকাঙ্ক্ষী,
লুকোচুরিতে শুনেছি তোমার গল্প,
তুমি খুব ভালো, মন্দও আছো অল্প।
মন্দ কেন বললাম তোমায় শুনতে তুমি চাও?
একা একা গান গেয়ে যাও, শুনিয়ে নাহি যাও!
দেখেছো কি কোথাও কোন গানের পাখিকে?
একা একা গান করেছে, শ্রোতা ছাড়া সে??
ইচ্ছে তোমার গান শুনবো, যদিও হয় সল্প,
আর কতকাল লুকোচুরিতে শুনবো তোমার গল্প???


শুভাকাঙ্ক্ষী,
তোমার সাথে আমি এবার ঝগড়া করতে চাই,
তোমার মতো লুকিয়ে থাকা বন্ধু আমার নাই।
দেয়াল একটা বানিয়ে রেখে, থাকছো আড়ালে,
সেতু যদি নাই বানাবে, মায়া কেন বাড়ালে?
দেখেছো কি কভু এমন বন্ধু দূরে রয়?
বন্ধুর হাতে হাতটা তোমার রাখতে কেন ভয়??
ইচ্ছে তোমার সাথী হয়ে শুনবো তোমার কল্প,
আর কতকাল লুকোচুরিতে শুনবো তোমার গল্প??