জানি আবেগ দিয়ে চলছে মানুষগুলো
কিছুতেই হার মানতে চায় না, কেউ।
সে জন্য হয়তো দেশটাও আবেগী,
মাঝে মাঝে রাজনৈতিক রক্তে রসালো-
আবেগটাকে খচাৎ করে ধরতে ইচ্ছা করে।
কিন্তু কবি কখনোই বুঝে ওঠতে পারেনি
আবেগ কী?
তাইতো মিল-অমিল ভাই ভাই
সংসারে শান্তির জায়গা হয়েছে বিলুপ্ত।
একই গাছে চার ফল-শুধু রংঙের তফাৎ
কোনটা লাল কোনটা গোলাপী
বুঝা বড় দায়।