আজ তুই অনেক ব্যবধানে
সবাই বলে এটাই নিয়ম,
তোর সাথে আর হবেনা দেখা
শুধু হবে কথা-
ধীরে ধীরে লোপ পাবে সেটাও।
কেন জানি তোর কাছের মানুষগুলো
আমার শত্রু হয়ে দারিয়েছে,
এবং তুইও।
কী এক মায়াবী টানের সম্মীখিন হয়েছি,
তা আমি চিরকালেই বুঝে ওঠতে পারিনি-
অত:পর বুঝার চেষ্টাও করিনি।
তুই বিজয়ী, আমি ব্যর্থ
তুই পুরস্কৃত, আমি তিরস্কৃত।
তবুও বলতে মন চায়
সহজ সরল বাক্যে,
আমার দ্বারা তোর কি শুধু ক্ষতি হল
একটু উপকার হল না।
যদি হয়ে থাকে তাহলে
এ সংবর্ধণা তোর জন্য।