তুমি আর আমি হারিয়ে যাব,অজানা দেশে-
যেখানে তুমি আমার, আমি তোমার
আমাদের জন্য আকাশ থেকে
নেমে আসবে হাজারো নিয়ন আলো,
বর্নিল আলোতে সেই চন্দ্রমুখ হবে
আরো উজ্জ্বল।
দু,একটা ধ্রুবতারা আমাদের সামনে
নৃত্যে মেতে ওঠবে।
সেখানে যাব,যেখানে সবুজ আর সূর্যের
বর্নছটা অস্তমিত হালকা লাল রংঙে
বরফ গলা পাহাড় যখন,সোনালী হয়ে ওঠে।
আমাদের একটা ছোট ঘর হবে
পাহাড় ঘেষে নদীর ধারে।
আর আমরা থাকব,
আমাদের মত।