ব্যাস! অনেক হয়েছে,যেটুকু দিয়েছো-
শোষন,বিভেদ,বৈষম্য, বঞ্চনা
আর নিপীড়নের বাণী,
বাদতো কিছু যায়নি।
অনেক হয়েছে,
অকালতি, খেসারতে ভরা বাক্য-
সত্যকে ঢাকতে দশটা মিথ্যের বর্ণনা।
ব্যাস! অনেক হয়েছে,
যেটুকু পাওয়ার ছিল।
হয়তো হাত দিয়ে মারোনি
কথা দিয়ে মেরেছো-
প্রকাশ্যে ঘৃণা করোনি,
নিভৃতে গোপনে করেছো।
আমার দুঃখে কান্না কান্না খেলেছো,
মনে মনেতো হেসেছো।
ব্যাস! অনেক হয়েছে
যেটুকু সপ্ন ছিল,
সত্যি সপ্ন পূরন করতে পারনি
মিথ্যেটাতো হয়েছে।