অফিসে বসের বকবকানি
বাড়িতে বউয়ের ঠকঠকানি
বাজারে পন্যের দামদামানি
বেতনের বেলায় কমকমানি
লোক-জনের প্যানপ্যানানি
ভাই-ভাবীদের ঘ্যানঘ্যানানি
দাদা-দাদীর রোগরোগানি।


শরীরটা আজ শুধু ঝিমাই
করতে হয় তাও কামাই
অল্প বয়সে হয়েছি জামাই
কাজ করলে শুধু ঘামাই
এটা ছাড়াতো উপায় নাই
এটা থেকে টাকা পাই
সবাই শুধু টাকা চাই
ভাল লাগেনা আর খাই খাই।


চাকরীটা তবু দরকারি
কেননা এটা সরকারি
করে এই চাকরী
খাই ভাল মন্দ তরবারি
লিখছি কেন ধেত তেরি
যাব আমি কাল বাড়ি
বউয়ের জন্য নিয়েছি শাড়ি
না হলে যে হবে আড়ি
কারন বউটাও আমার দরকারি
যেমন দরকার এই চাকরী।