কি করে তোমায় বিদায় দেব বলতো?
এই বিদায় বেলায় অতীত যে মনে পরে,
বারবার চোখের কোণে জ্বল এসেও
শুকিয়ে যায় নিরবে।
হৃদয় ফেটে চৌচির হতে চায়
কলিজাটুকু ছিড়ে যদি হাতে নিতাম
তবুও পারবোনা বুঝাতে এ ব্যাথা।
কতটা আপন করে আগলে রেখেছিলাম
সেই বিয়ের পর থেকেই।
তুমি ছোট্ট বেলার মত খেয়ালি
তাই আমিও সেভাই আদরে রাখতাম,
কিন্তু তুমি সর্বদা উল্টাই বুঝতে,
আশ্চর্য! আমার ব্যবহারে তুমি নাকি অতিষ্ট,
তোমার ভাল চাওয়াই নাকি
আমার দুঃশাসনের বানী।
আহা ও! এত বড় কষ্ট দিলে,
এই কি আমার স্ত্রী
এই কি তার স্বভাব,
শুধু প্রশ্ন জাগে আর জবাবের ভাষা
বড়ই নোংরা।
আজ তোমার কিছুই মনে নেই,
উকিল মোক্তার ধরে
ডির্ভোস পেপারটা নিলেই যেন বেঁচে যাও।
তবে যাও বিদায় তোমায়,
আর আটকাবোনা
মনে আছে, একটুতেই তুমি
চলে যাওয়ার হুমকি দিতে
আর আমি আটকাতাম বিনম শ্রদ্ধায়।
তবে যাও আর আটকাবোনা,
যার সাথে থেকে তোমার ক্যারিয়ার
ধ্বংস হয়ে যাবে বলে আশংকা করেছো
তার সাথে আমিও চাই না তুমি থাক।
কিন্তু কেন বলতো তোমাকে?
তোমাকে বিদায় দিতে আমার কষ্ট হচ্ছে,
না, না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি।