অনুরণন
@ মঞ্জু সরকার
পলাশের পাপড়িতে এসো তুমি।
দোলমঞ্চের আবীর হয়ে রাঙাবো তোমায়।
যেমনটি শালবনির পথে হঠাৎ প্রথমবার।
অজানা শিহরণের স্পর্শে মনে লেগেছিল আগুন রঙ।
পাশে বসেছিলে, বলো নি কিছু,
কিন্তু ..........
পলকে ছিল মহুয়ার মাতাল নেশা।
আবেশে লাল ঠোঁট।
চাইনি ভাবতে তোমায়। মুখে তো বলিনি আমিও।
কিন্তু..........
শিরায় ছুটেছিল বসন্তের গনগনে আঁচ।
পলক ফেলো নি। অবশ করেছিলে আমার স্নায়ু।
আজও ভাবতে চাই নি। অনেক দিন কেটে গেছে।
কিন্তু ...........
দুজনে পাশাপাশি, ভিড়ের মাঝেও হয়েছিলে লীন।
বলো নি মুখে কিছু, বুঝিয়েছিলে আরাধ্য আমি।
বুঝিয়েছিলে, মনে তোমার বসন্তের মাতাল সমীরণ।
আধো কাঁপা ঠোঁটে বলতে চেয়েছিলে অন্তরতম আমি।
জন্ম থেকে জন্মান্তরে আমি। রঙ রূপ বদলেও সেই আমি।
প্রতি বসন্তে শিমূলে পলাশে সেই আমি......আমি।
_________________
04/03/2017, NADIA