অপরূপা তুমি মৃত্যু
@ মঞ্জু সরকার


অপরূপা তুমি মৃত্যু!  
বদলে দিতে পারো জীবনের মানে। করতে পারো  
দিনের অবসান সন্ধ্যায় পশ্চিমপারে। তোমার
স্পর্শে হয় সন্ধ্যার অবসান রাঁতের আঁধারে।
রাতের শেষ হয় ভোরের আলোতে।  
ভোরের অবসান সকাল হলে।  


তবু তোমায় ভুলে, জীবনের কথা শুনতে চাই।
বিরহের অবসানে মিলনের আলিঙ্গনে প্রাণের
কথা বলতে চাই। স্বপ্নেও তুমি সরে থেকো,
নতুন পলক ফেলতে দিও।
                  ---------