সবুজ বিষন্নতা
@ মঞ্জু সরকার


বিষন্নতা তাও আবার সবুজ হয় নাকি?
সবুজ তো প্রাণের প্রতীক।
কি যে বলো পাগলের মতো, তার কি
আছে ঠিক! সশব্দে উঠেছি হেসে, জানি আমি
বলবে এমন কথা। জানো না তো তুমি,  
বিষন্নতার বুকেও থাকে গোপন এক সুখ। যখন খুঁজে
নেবে ফেলে আসা লুকিয়ে থাকা প্রেমের কোনো মুখ।
                            -------
০৪/০৮/২০১৭