স্বপ্নকে কাছে পাবার জন্য
ছুটে চলা আমাদের প্রাত্যাহিক জীবনের কাজ।
কত স্বপ্নকে মাড়িয়ে হেঁটে গেছি
জীবনের কঠিন বাস্তবতার কক্ষপথে
তবুও মনে হয় আরও সামনে যেতে হবে
কর্পরোট জগতের হাতছানি নিয়ে ব্যস্ত
আসলে সাফল্যের তো সীমা পরিসামা নাই।
শুধুই বুঝি সামনের দিকে এগিয়ে যাওয়া
মাঝে মাঝে মনে হয় সবই  ভুল?
না! জীবনের কোন ভুল নেই।
সবইতো কালের কাছে জীবনের আতœসমাপন।
জীবনতো তার নিজের রঙে ব্যস্ত
আমরাতো মাত্র শিরোনাম হীন নট আর নটী ।