সেদিন সবার মন এক হলো অনন্ত বিস্ময়
পদ্মা যমুনা মেঘনা উচ্ছ্বসিত সরব উচ্ছ্বাসে
লক্ষ মুখে উচ্চারিত ‘জয় বাংলা’ বাংলার বিজয়
অন্তর মথিত ধ্বনি-জীবনের দ্রোহের উল্লাসে ।
জীবন তো তুচ্ছ অতি মনে জাগে স্বাধীনতা গান
জোয়ার তরঙ্গে ভাসে উদ্ভাসিত আলোক রোশনাই
হাজার মানসপটে ভেসে উঠে একই স্লোগান
জীবনের বিনিময়ে চাই মুক্তি স্বাধীনতা চাই ।


বাংলার আকাশে জাগে লাল সূর্য খচিত পতাকা
জীবন উচ্ছ্বাসে ঝরে উল্লসিত অন্তর নির্য্যাস,
কোটি কোটি শিমুলের পলাশের রঙ্ দিয়ে আঁকা
রণাঙ্গনে রক্ত ঝরা, মৃত্যুপথ যাত্রীর উচ্ছ্বাস ।
সবার জীবন্ত স্বপ্ন, স্বাধীনতা রক্তে ভেজা লাল
কোটি কন্ঠে উচ্চারিত ‘জয় বাংলা’ বিজয় মশাল ।