আমার জীবনের একটা কষ্ট খুবই আপন।
একটা মানবিক কষ্ট,
সে পুরুষতান্ত্রিক সমাজে নারীবাদী কষ্ট।
তাকে সাথে নিয়ে আমি বাঁচি
ঘুমাতে যাই, ঘুরতে ফিরতে
সব সময় সে আমার সাথে থাকে,
গান কবিতা আড্ডায় কিংবা লম্বা কোন ভ্রমণে।
তাকে আমি ভালোবাসি -
শীতে গরমে,
রাতে দিনে, বরফ পড়া সকালে, ব্যস্ত দিনে,
এই আমার এলোমেলো জীবনে।
ভুলি না তাকে ঠান্ডা বিয়ারে, রেড ওয়াইন কিংবা হুইস্কিতে।
খুজি তাকে মেটাল গানের লিরিক্স এ
আর জিমি হেন্ড্রিক্স এর ইলেকট্রিক গিটারে।
তাকে আমি ছুঁতে পারি না, স্বপ্নেও ডাকি না
তবু সে আমার বড্ড বেশি আপন।
একটু বেশিই নিজের।