সেই কবে ভেঙে গেছে পুতুলের বিয়ে
মাটির পুতুল নেই আর আমাদের গাঁয়ে ।
কত কত শাপলার ঝরে গেল প্রাণ
কোথায় হারিয়ে গেল সেই সব কৃষকের গান।
বাঁশঝাড়ে বেত বনে পাখিরা সব
কোথা গেল হারিয়ে এত কলরব।
মাছেদের খেলা ছিল সেই সব বিলে
সব শেষ হয়ে গেল এই মহাকালে।
ভুলে গেছি প্রথম বৃষ্টির মাটির গন্ধ
কোথা যেন হারিয়েছে রাখালের বাঁশির ছন্দ।
কলসি ভরা জল নেই কৃষাণীর কাখে
নদীগুলো মরে গেছে বহুদিন আগে।
ঝোপঝাড়, কাশবন শুধু আছে বইয়ের পাতায়
সবশেষ আজ, ভরে গেছে দালানকোঠায়।
শহুরে হাওয়ায় গ্রামগুলো হারায়েছে
ইটপাথর আর কংক্রিটে সব ঢাকা পড়ে গেছে।