সুগভীর নিস্তিব্ধতার তিক্ততা
প্রতিটা শ্বাস প্রশ্বাসে।
সেখানে রিক্ত বুকের টকবগানী
নিঃস্বতারই দুঃখ ভাসে।
চোখের জলের বৃষ্টি ঝরে
আগুন সম হৃদয় মাঝে।
উল্লাস সে তো মৃতময়
বিষণ্ণতার আলোকে।
নির্ঘুম চোখে স্বপ্ন খুড়ি
পাতাল পুরির আন্ধকারে।
খুন হয়ে যাই,
শেষ খুজে পায়,
আন্ধ রাতের কিনারে।