হে মোর প্রিয়তমা,
এবার করো আমায় ক্ষমা।
অনেক হইল দূরে থাকা,
মন মোর হইল ফাঁকা।
হয়ত তুমি কইবে আমায়,
"ক্ষমা চাওয়া কি তোমার মানায়।
দোষ করোনি তুমি যে,
দূরে আছি আমিই নিজে।"
যতই তুমি বলো যা,
মন যে আমার মানে না।
অবুঝ মন অপরাধী করে,
আমায় শুধু বারে বারে।
অশ্রু জলে সিক্ত করে,
নেব তোমায় আপন করে।
তবু সকল দূরত্ব,
মিটিয়ে দাও আছে যত।
এক পলকে আসো ছুটে,
দূরত্ব সব যাক টুটে।
হে মোর প্রিয়তমা,
একটু কাছে আসো না।