টুকরো করবী নয় রাস্তার ধুলো
কোনো মন্দিরে লেখা আছে নাম,
আলোতে যাদের দেখা যায় কালো
তাদেরও আছে কিছু ফাঁকা খাম।


শিশির পড়ুক বাড়িয়ে দেওয়া হাতে
কুয়াশার বুকে থাকে জমা স্বচ্ছতা,
বিধাতাই রাখুক হিসাব কোন খাতে
দিয়েছে কবে কে ঈষৎ নম্রতা।


জীবনের ফুলদানিতে রাখা হাসি
সুগন্ধে ভরাতে পারে ব্যালকনি,
ভুলে গিয়ে সব ভালো বাসা বাসি
খুঁজে বেড়ায় ভিখারি শুধু তলানি।


অন্ধকারের অসুখ আদরেতে সারে
বোঝেনি আজও যারা অন্ধ সব,
বরফ পড়ে যখন মনের এই ঘরে
আদরের জামাতেই হয় তা নীরব।


প্রাচুর্যের চাপে নাইবা হল ঢাকা
নাইবা গেলো সবার হাতে ইস্কাবন,
ভালোবাসাটাই দামী;নয় তো টাকা!
আদর যত্নে বৃক্ষ হয়ে ওঠে জীবন।


_____________________
রচনাকালঃ
০৮ ডিসেম্বর ২০২২
রাত্রি ৭ টা ৩৪