তুই বড় একা
আমি বিন্দাস স্বার্থপর…


এ নিয়েই দুই পক্ষে
তোর আমার ঘর!


তুইও পারিস জ্বলতে
মন পোড়ার গন্ধে…


নিঃশ্বাসে বিষ মেশাই
আসে না আমার সন্ধ্যে।


তোর সময় ব্যস্ততার
কষ্টে ধোয়া হাত…


আমি কেমন রঙিন
চেটে খাই পাত।


তুই যেমন দিনরাত
দুঃখ জেতার লড়াই…


আমার তেমনি সবসময়
ভালোবাসার বড়াই।


তুই বড়ো নিঃসঙ্গ
জীবন ক্ষয়ের পথে…


আমি তবু স্বার্থপর
মরছি হাসতে হাসতে!


________________
রচনাকালঃ
১৬ মার্চ ২০১৯
সকাল ৮ টা ১৭