উদ্যমতার যত অসীম জোয়ার
ছিটকে গিয়ে টুকরো হয়ে যায়,
প্রেমিকা গোছায় যখন সংসার
তার অবর্তমানে সে বিছানায়।


রক্তে মেশে ঘ্রাণের পথ ধরে
আঁশটে কেমন সুস্বাদু হয় নিতে,
নেশার মাত্রা প্রখর রাতের শহরে
ভালোই লাগে গন্ধের সাথে শুতে।


শীতল বাতাস উষ্ণ হতে থাকে
হাওয়া অফিসের বার্তা ছাড়াই,
নাক,মুখ ত্রিভুজ রাখে ঢেকে
বন্ধ চোখ সমুদ্রের সীমানায়।


পরম আদরে শরীরের নীচে
সমুদ্র থাকতো যে সর্বক্ষণ ছুঁয়ে,
ব্যস্ত হাত তা খুলে নিয়েছে
এখন তার ঠাঁই নেশার গায়ে।


কামড়ে খেয়ে গন্ধ ঘুমায় রাত্রি
শেষ হলে আয়ু রিচার্জের পালা,
প্রেমিকেরা গন্ধ শোঁকার যাত্রী
এটাই বুঝি সঙ্গম সুখের জ্বালা!


_____________________