জানো রূপসী প্রতিদিন গোধূলির আগে
আমি যাই নদীর কাছে পড়ন্ত রৌদ্রে,
কথা বলি তার সাথে নিরিবিলিতে-
তোমার কথা,আমার রূপসীর কথা।
তুমি যে ঐ নদীতেই করো স্নান প্রত্যহ,
ঐ নদীর জলেই যে রূপসী,তুমি
ধৌত করো তোমার কোমল শরীর...
তোমার ঐ পদ্মকমল চরণ দুখানি
আলতো করে ভিজিয়ে দেয় সে,
যে চরণে একদিন এঁকেছি আমি
চুম্বনের আলপনায় কত রঙিন ছবি...
ওর শীতল জল ধুইয়ে দেয় তোমার
অধর,ঠোঁট,চোখ,লম্বা কালো চুল -
শরীরের প্রতিটি অংশ,যেখানে
লেগে আছে এখনও আমার ছোঁয়া...
রূপসী,নদীকে বলেছি আমি,সযতনে
গুছিয়ে রাখতে তোমার শরীরের
গন্ধ মাখানো সেই পবিত্র জলরাশি।


যখন দু'হাত বাড়িয়ে দেই আমি,
ছোট্ট ছোট্ট ঢেউয়েরা এনে দেয়
তোমার শরীরের ধোয়া পবিত্র সেই জল,
সেই জল মাখিয়ে নেই আমি
চোখে,মুখে,হাতে,সারা শরীরে...
এভাবেই মিশে যাই আমি
তোমার সাথে,আমার রূপসীর সাথে।
এভাবেই স্বাদ পাই আমি আমাদের
দুই সত্ত্বার এক হওয়ার,মিশে যাওয়ার।


_________________________________
রচনাকালঃ
২৩ জুন ২০১৭
সকাল ৮ টা ১০