হঠাৎ করেই আজ -
দেখা, তার সাথে বাসস্টপে...
বহুযুগ হয়নি কোনো কথা,
হয়নি পাশাপাশি দাঁড়ানো...
দেখা হয়নি কাছ থেকে মুখটি।


হয়ত একটা সুযোগ -
তার কাছে গিয়ে দাঁড়ানোর,
দু'একটা কথা বলার...
দেরী করিনি তাই আমি -
অনেক তো ক্ষয় করলাম সময়,
বেধেছিলাম সংযমে বেড়ী...
আজ নাহয় দেই তা খুলে।


দাঁড়ালাম গিয়ে তার পাশে -
লোক ছিল কিছু বাসস্টপে...
প্রখরতায় রৌদ্রও গাঢ়।
সবই যেন বিলীন হল,
শুধু আছি সে আর আমি।
বুঝতে পারলাম না কি বলব!
আদৌ কথা বলবে তো ও!!!


হঠাৎই জানতে চাইলাম -
"কোথায় যাচ্ছ একা তুমি! "
ভাবি নি উত্তর পাবো...
তবে সব উত্তর কি পেলাম!
তার ইতস্ততায় স্পষ্ট বুঝলাম
অনধিকারের জালে আটক উত্তরেরা।
আর সেই প্রশ্নটা যা বারে বারে
কাঁদায় আমার মনকে...
তারও তো উত্তর হল না জানা।


কই একবারও তো বলল না -
চুলের কেন এই অবস্থা!
কেন শরীরের এত অযত্ন!!
নিজে থেকে একটা কিছুও
জানতে চায়নি সে আমার কাছে।
তবে দোষ দেবো না তাকে,
আমিও ত বলিনি একবারও
কেন পরে নি আগের মত করে
নখে সেই সাদা নেলপালিশ।
কেন নেই মুখে হাসির আভা!


থাক সেসব,তাও তো হল -
কিছু কথা,কিছু অনুভূতির
নীরব আদান প্রদান...
যা হল না বলা, হল না জানা,
থাক না তা দুজনার মনেই,
থাক তারা পরবর্তী সুযোগের
অপেক্ষার পথ চেয়ে হাত বাড়িয়ে।


___________________________________