ভালোবাসা, হাজার জড়িয়ে ধরা…
সময় নিয়েছে কেড়ে শক্ত হাতে,
তবুও প্রেম রেখেছে মনে যারা
ভালোবাসা মিশে আছে তাদেরই রক্তে।


শেষ ছুঁয়ে দেখা তাকে - অতীত।
চোখে চোখে কথা চলে হামেশা,
ডাক্তারের বিরতি দিয়েছে কিঞ্চিৎ
একটু ছোঁয়াতেই ধরে গেছে নেশা!


প্যান্ডেলে পুজোর চারটা দিন
দেখা সামনা সামনি দুজনে…
নেশার গাঢ়ত্ব বেড়েছে সীমাহীন
ঠোঁটেদেরও ইচ্ছা মিশবে গোপনে।


সাড়া দিয়ে ডাকে,মিষ্টি নিয়ে
পৌছে যায় নেশা এক্স-এর বাড়ি,
ভেজা চোখ অন্ধকারে শুকিয়ে
চুমু এঁকে নেয় কিছু, তাড়াতাড়ি।


ঝর্না মা হয়ে বেড়ে দেয় ভাত
তার পরেই আসে বিশ্রামের পালা,
আদর ফিরে পায় অভাগার বরাত
পুরনো চিহ্নগুলো শরীরে বসায় মেলা।


এক বালিশে দুই মাথা লেগে থাকে
প্রাক্তনের সাথে কেটে যায় বেলা,
ঠোঁটে ঠোঁট মেশে তারই ফাঁকে
অবাক নয়নে দেখে ডুমুরতলা।


_____________________
রচনাকালঃ
২০ অক্টোবর ২০২১
রাত্রি ৯ টা ৩০