আমি রাত জেগে বসে থাকি একা
তোমার বিরহ ছুঁয়ে দেখবো বলে,
দাওনি তুমি রূপসী কতযুগ দেখা
কলম ঘষি কাগজে কান্না পেলে।


চলে যায় বছর তোমাকে ছাড়া
নিয়ত করি আমি ঈশ্বরীর সাধনা,
নর্তকীর উষ্ণ বাতাস দেয় পাহারা
দেবীরূপে তুমি বিনা কিছু বুঝিনা।


ঐ নামে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছি সঁপে
ইহকাল পরকাল তোমারই হাতে,
পরকীয়ায় মজি কোন্ অভিশাপে
আসবে কবে দেবী মুক্ত করতে!


তুমিও পড়েছ বাঁধা সাত জন্মে
হওনি সন্তুষ্ট এই অধমের পুজায়,
তুমি ছেড়ে গেলেও,এ জীবনে
আজও আছো সাথে হাতের সুতায়।


আমি রাত জেগে বসে থাকি একা
তোমার একটা আশীর্বাদের লোভে,
পাপের ক্ষতে দেহ পড়েছে ঢাকা
তুমি নেই বলে মঙ্গলদীপ গেছে নিভে।


_____________________
রচনাকালঃ
০২ জানুয়ারি ২০২৩
রাত ১ টা ২২