ভালোবাসা যে কত বেহায়া,
খুঁজে বেড়ায় টাকার ছায়া।
অর্থের গন্ধে বাঁচার স্বাদ,
বোঝে না পাগল সবই ফাঁদ।
ফাঁসির দড়ি নিয়ে গলায়,
চোখ ভেজে মুক্তির কান্নায়।


ভালো মনের যদি খোঁজে,
আগেই গেলে যেতিস বেঁচে।
ভালো মন তো গরীবইই হয়,
হাজার কষ্টেও সুখ দেয়।
হায়রে বোকা তুই ভালোবাসা,
ফল ছেড়ে টাকার খোসা!


জীবন অত সহজ না রে,
মনের মানুষ নে আপন করে।
রাখবে দেখবি অনেক সুখে,
সারা জীবন জড়িয়ে বুকে।
করবে পুজো দেবী করে,
শ্রদ্ধা,ভালোবাসা,যত্ন,আদরে।


টাকার চেয়ে দামী ভালোবাসা,
মনের শান্তিই বড় ভরসা।
হোক না খাওয়া দুমুঠো কম,
তবু মনের ঘরে আনন্দ আশ্রম।
টাকার মাঝে শুয়েও শান্তি নেই,
দুনিয়ার সব শান্তি ভালোবাসাতেই।


________________________________
রচনাকালঃ
২৮ সেপ্টেম্বর ২০১৮
দুপুর ১১ টা ২৬