"মা" - মা এর অর্থ গোটা বিশ্ব ভুবন,
যার দয়ায় পেলাম সুন্দর ওই জীবন।
রূপ যৌবন সব মায়ের দেওয়া দান,
মাকে তাই কেউ কোরো না অপমান।
নিজের কষ্ট মেনেও তোমার কথা ভাবে,
কিসে আরো বেশি সুখী তুমি হবে।
সন্তানের প্রসব জ্বালা কষ্ট কম নয়,
তবু কিন্তু একটুও পায়না মা ভয়।
সন্তানের জন্য মা জীবন রাখে বাজী,
মায়ের সেই কষ্ট ক'জন আমরা বুঝি!
ব্যথাভরা কষ্ট পেয়ে জন্ম দিল বলে,
আজকের এই তুমি জীবনের স্বাদ পেলে।
ভুলোনা তাই কখনও মায়ের কষ্টের কথা,
মা-ই হল পৃথিবী দিওনা কভু ব্যথা।
সকল তীর্থভূমি তাই ঐ মায়ের চরণে,
মায়ের প্রতি শ্রদ্ধা রেখো সদাই মনে।