কবিতা পাঠে মন বসে না আর
তোমার জন্য স্মৃতির খাঁচা কাঁদে,
আমি তো না হয় সবই বুঝি এখন
মন বোঝেনা,পড়তে চায় আবার ফাঁদে।


তুমি অসুরের গ্যালারিতে শোপিস
আমি তো সেটা পারি না বলো!
মনের ঘরে রাখি পূজার মন্দির
তাইতো তুমি অন্যের নিঃশ্বাসে জ্বলো।


পুরনো 'তাকে' খুঁজতে গিয়ে কাল
দেখি নতুন সাজে নতুন মুখোশে,
আমি সেই আদ্যিকালের বুড়ো।তুমি -
অভিব্যক্তি ভালোই পারো ধনী পরিবেশে।


প্রেম চাওনা, টাকায় করো বিলি
অন্যের ঠোঁটে নিলাম হয় স্বাদ,
পূজারী আমি চরণে চুম্বনে
চেয়েছি প্রেম রূপে দেবীর প্রসাদ।


এঁটো শরীরেও দেমাকি ভাষা কত
চোখের নজরে অবহেলা জোটে,
আশীর্বাদী হাত তুলে বিসর্জন দিলাম
বাস করো তুমি অন্যেরই ঠোঁটে।


__________________
রচনাকালঃ
০২ এপ্রিল ২০২০
রাত্রি ৯ টা